রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১১ জিলকদ ১৪৪৫

খেলা

দ্বিতীয় ম্যাচেও অপরিবর্তিত একাদশ, টসে জিতে ফিল্ডিং

স্পোর্টস রিপোর্টার মে ৫, ২০২৪, ১৭:৫৪:২১

139
  • টসে'র ছবি। ছবি-বিসিবি

সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতলেও মন ভরেনি বাংলাদেশ দলের। বোলিংয়ে আশ্বস্ত করলেও লিটন-শান্ত’র ব্যাটিং নিয়ে সন্তুষ্ট হতে পারেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। 

তারপরও সিরিজের দ্বিতীয় ম্যাচেও একই একাদশ নিয়ে নামছে বাংলাদেশ। তিন পেসার, দুই স্পিনার নিয়ে খেলার পক্ষে মতো দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে দলে পরিবর্তন এসেছে দুটি।

সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেলের  টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে এই ম্যাচে। আইন্সলে

এনডলোভুকে ফেরানো হয়েছে সিরিজের দ্বিতীয় ম্যাচে। 

প্রথম টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পাওয়া ওয়েলিংটন মাসাকাদজাকে বিশ্রামে রাখা হয়েছে। দলের সিনিয়র ক্রিকেটার শন উইলিয়ামসকে বাদ দিয়েছে জিম্বাবুয়ে টিম ম্যানেজমেন্ট। 

সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্য শান্ত'র। টসে জিতে দ্বিতীয় ম্যাচেও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। রোববার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বড় স্কোরের প্রত্যাশা করছেন জিম্বাবুয়ে অধিনায়ক।  

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গাম্বি , ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), তাদিওয়ানাশে মারুমানি, ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও আইন্সলে এনডলোভু। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন